ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৪১৩৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৩ মে ২০২১  
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৪১৩৬ জনের

ভারত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। 

বৃহস্পতিবার (১৩ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ হাজার ১৩৬ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৫২ জনে। এর আগের দিন মারা যান ৪ হাজার ২০৫ জন। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭২০ জনের। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জন মারা গেছেন। তবে ভারতের জন‌্য স্বস্তির খবর যে, দেশটিতে সুস্থতার হার বেশ ভালো। এখন পর্যন্ত ভারতে ১ কোটি ৯৭ লাখ ২৮ হাজার ৪৩৬ জন করোনামুক্ত হয়েছেন। 

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আরও ৪৬ হাজার ৭৮১ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান ৮১৬ জন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। আর মারা গেছেন ১২ হাজার ৪৫ জন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়