ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত, নিহত বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৩ মে ২০২১   আপডেট: ১২:০৩, ১৩ মে ২০২১
ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত, নিহত বেড়ে ৬৭

ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার (১৩ মে) পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের দিনেও ইসরায়েলের হামলা অব‌্যাহত রয়েছে। হামলায় গাজায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সাত জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বোমা হামলা করে ইসরায়েলের সেনারা। এতে নারী ও শিশুসহ অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন: মিনিটে ৩০টি বিস্ফোরণ! গাজায় ইসরাইলের ধ্বংসলীলা

ইসরায়েল জানায়, হামাস ৩৮ ঘণ্টা ধরে এক হাজারের ওপর রকেট ছুঁড়েছে। আর বেশির ভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর।

আন্তর্জাতিক মহল থেকে এ বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তারা আশঙ্কা করেছেন।

জাতিসংঘ আশঙ্কা করছে পরিস্থিতি ‘একটা পূর্ণাঙ্গ মাত্রার’ যুদ্ধের দিকে যাচ্ছে।

## ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়