ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিশ্র ডোজ নিলে দেখা দিতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৩ মে ২০২১  
মিশ্র ডোজ নিলে দেখা দিতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত টিকার দুই ডোজ নেওয়া হলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এগুলো স্বল্পমেয়াদী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে তারা তাদের গবেষণার প্রাথমিক ফল প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, গবেষণায় অংশ নেওয়া কয়েকজনকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল অ্যাস্ট্রাজেনেকার  এবং চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হয়েছিল ফাইজারের টিকা। টিকা নেওয়ার পর অল্প সময়ের জন্য কয়েকজনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। বস্তুত, এক টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিদের মাত্র ৩ শতাংশের মধ্য়ে এইরকম পার্শপ্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু, মিশ্রিত ডোজ নেওয়া ব্যক্তিদের প্রায় ১০ শতাংশ প্রচণ্ড অবসাদ ও মাথাব্যথার অভিযোগ করেছেন। প্রথমে ফাইজার পরে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ডোজ দিয়েও, ঠিক একই বিষয় উঠে এসেছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের প্রত্যেকেরই বয়স ছিল ৫০ বা তার বেশি। অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে মিশ্র ডোজের প্রতিক্রিয়া আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। 

তবে এই গবেষণার ফল সামনে আসার আগেই মিশ্র ডোজ দেওয়া শুরু করেছে ফ্রান্স। দেশটিতে প্রথম দফায় বৃদ্ধদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েচিল। পরে রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার পর ফরাসি সরকার এই টিকা দেশে নিষিদ্ধ করে। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ পাওয়া সেই মানুষদের  এখন ফাইজারের তৈরি টিকা দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়া হচ্ছে।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ জানিয়েছেন, , যারা দুই ধরনের টিকার ডোজ নিয়েছেন, তাদের শরীর ঠান্ডা হয়ে যাওয়া, দুর্বলতা, মাথাব্যথা, অস্থিরতা ও মাংসপেশির ব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে এগুলো গুরুতর নয়।

তিনি বলেছেন, গবেষণায় সুরক্ষাজনিত সমস্যার  কোনো ইঙ্গিত মেলেনি এবং শক্তিশালী পার্শ্বপ্রতিক্রিয়া কয়েক দিন পরেই চলে যায়। তবে মিশ্র ডোজের টিকা নেওয়ার পরের দিন কর্মস্থলে অনুপস্থিতির হার বাড়তে পারে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়