ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঈদের দিনে আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৪ মে ২০২১   আপডেট: ২০:১৪, ১৪ মে ২০২১
ঈদের দিনে আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার কাবুল পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ফেরদাউস ফ্রামার্জ বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা ১২তে গিয়ে ঠেকেছে, যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫ জন।’

তিনি জানান, কাবুল প্রদেশের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘন্টা না পেরুতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

গত পহেলা মে আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানে বোমা হামলা বাড়তে শুরু করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়