ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনা মহামারির দ্বিতীয় বছর আরও প্রাণঘাতী হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৪ মে ২০২১   আপডেট: ২১:৪৭, ১৪ মে ২০২১
করোনা মহামারির দ্বিতীয় বছর আরও প্রাণঘাতী হচ্ছে

করোনা মহামারির দ্বিতীয় বছর আরও প্রাণঘাতী হওয়ার পথে। তাই ধনী দেশগুলোর উচিত শিশুদের টিকা দেওয়ার পরিবর্তে টিকা দান করা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেডরস আধানম গেব্রিয়াসাস এসব কথা বলেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বে এ পর্যন্ত ৩৩ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত মাত্র চার মাসে মারা গেছে ১৫ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

টেডরস আধানম বলেছেন, ‘এই মহামারির প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর অনেক বেশি প্রাণঘাতি হওয়ার পথে রয়েছি।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন কিছু দেশ তাদের শিশু-কিশোরদের টিকা দিতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি তাদেরকে এটি পুনরায় বিবেচনার আহ্বান জানাচ্ছি এবং কোভ্যাক্সকে টিকা দান করা।’

কোভ্যাক্স হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিতরণ একটি প্রকল্প। বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবন্টন নিশ্চিত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়