ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বছরের প্রথম ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৪ মে ২০২১   আপডেট: ০০:১১, ১৫ মে ২০২১
বছরের প্রথম ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ভারতে

ভারতীয় উপকূলে আঘাত হানতে আরব সাগরে জন্ম নিচ্ছে বছরের প্রথম ঘূর্ণিঝড়। ইতোমধ্যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে। রোববারের মধ্যেই এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে গোয়া ও দক্ষিণ কঙ্কন উপকূলে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তাওকতে’।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে।শনিবার সকালের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গুজরাট ও সংলগ্ন পাক উপকূলের দিকে এগিয়ে যাবে। লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, দক্ষিণ কঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওবিদরা জানিয়েছেন, নিম্নচাপটির প্রভাবে বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হবে। বিশেষত ১৪ থেকে ১৬ মে সমুদ্রের জলস্তর বাড়বে এবং জলোচ্ছ্বাস হবে। লাক্ষাদ্বীপে সমুদ্রের ঢেউ সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। ১৭ বা ১৮ মে গুজরাট উপকূলে আছড়ে পড়বে এটি। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়