ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় মারা গেলেন জি ২৪ ঘণ্টার এডিটর

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১৭ মে ২০২১   আপডেট: ১০:২৫, ১৭ মে ২০২১
করোনায় মারা গেলেন জি ২৪ ঘণ্টার এডিটর

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবাংলার জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। 

রোববার (১৬ মে) রাত ৯টা ২৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন জানান, গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। এরপর করোনামুক্তও হয়েছিলেন। হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। কিন্তু ফের জ্বর আসতে শুরু করে। জ্বর না কমায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে সেখানে তার মৃত্যু হয়।

১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অঞ্জন। সেখানে লিখেছিলেন, ‘অবশেষে আমার কাছেও এল। কোভিড পজিটিভ। সতর্কতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি। খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।’

জি ২৪ ঘণ্টার এডিটরের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অঞ্জন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতার সঙ্গে ৩৫ বছর ধরে যুক্ত ছিলেন।  মাঝখানে ২৪ ঘণ্টা নিউজ চ্যানেল ছেড়ে আনন্দবাজার পত্রিকার ডিজিটালের দায়িত্ব নেন। এরপর গত বছর ফের তিনি জি ২৪ ঘণ্টা চ্যানেলের দায়িত্বে ফেরেন।

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়