ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘তাউকতে’ প্রাণ গেছে ১৭ জনের 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৮ মে ২০২১   আপডেট: ১১:৪২, ১৮ মে ২০২১
ঘূর্ণিঝড় ‘তাউকতে’ প্রাণ গেছে ১৭ জনের 

ঘূর্ণিঝড় ‘তাউকতে’ আঘাত হেনেছে ভারতের কর্নাটক উপকূলে। ঝড়ের তাণ্ডবে দেশটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। 

মঙ্গলবার (১৮ মে) সকালে ভারতের গণ‌্যমাধ‌্যমে জানানো হয়, দুদিন ধরে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় তাউকত ধীরে ধীরে দুর্বল হচ্ছে। গতকাল রাতে গুজরাটের ৬০ কিলোমিটার দূরে দিউতে স্থলভাগে আছড়ে পড়ে এটি। তবে ঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন। এরমধ‌্যে গোয়াতে ২, কেরলে ২, কর্ণাটকে ৪, মহারাষ্ট্রে ৬ ও গুজরাটেত ৩ জন রয়েছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘তাউকতে’ আঘাত হেনেছে কর্নাটক উপকূলে 

এছাড়া, ঘূর্ণিঝড়ের কারণে মুম্বই উপকূলের কাছে ডুবে গেছে একটি নৌযান। ‘পি ৩০৫’ নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১২৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়