ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাহিত্যিক-সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় আর নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৮ মে ২০২১   আপডেট: ১৬:১৫, ১৮ মে ২০২১
সাহিত্যিক-সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় আর নেই

শীর্ষ বন্দ্যোপাধ্যায় (ছবি: ফেসবুক)

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৭ মে) গভীর রাতে ভারতের গড়িয়াহাটের বাড়িতে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০ বছর। 

মঙ্গলবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ও অ্যাসিস্ট্যান্ট নিউজ জানায়, সোমবার বাথরুমে সংজ্ঞা হারান শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সকালে তার মেয়ে গিয়ে তাকে দেখতে পান। এরপর চিকিৎসককে খবর দেওয়া হয়। পরে চিকিৎসক এসে দেখে তাকে মৃত ঘোষণা করেন। 

সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন তিনি। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন। তার উপন্যাসগুলোর মধ্যে অন্যতম ‘শার্দূল সুন্দরী’। তার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।

ঢাকা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়