ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৯ মে ২০২১   আপডেট: ১১:৪৮, ১৯ মে ২০২১
ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫২৯ জন। যা একদিনে সর্বোচ্চ। এর আগের দিন দেশটিতে ৪ হাজার ৩২৯ জন মারা যান। 

বুধবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের। গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়ায়। গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। 

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালায় করোনা সংক্রমণ কিছুটা কমেছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও বেশি।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১ হাজার ৩৩০ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। আর মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়