ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাস্তি যখন ব্যাঙ লাফ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২০ মে ২০২১   আপডেট: ১৯:০৬, ২০ মে ২০২১

করোনা মহামারির মধ্যে ভারতের মধ্যপ্রদেশে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন বেশ কয়েক জন। কিন্তু সেখানে গিয়ে তাদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা হয়তো তারা কখনো স্বপ্নেও দেখেনি। লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় বেচারাদের ব্যাঙের মতো লাফানোর শাস্তি দিয়েছে পুলিশ।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ভিন্দ জেলার উমারি গ্রামের ওই বিয়ের অনুষ্ঠানটিতে প্রায় ৩০০ মানুষ যোগ দেয়। লকডাউন বিধিনিষেধ ভঙ্গের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ যাদেরকে আটক করতে পেরেছিল তাদেরকে মাঠের পাশের রাস্তায় নিয়ে যাওয়া হয়। শাস্তি হিসেবে ১৭ জনকে ব্যাঙের মতো লাফাতে বলা হয়। এসময় ঠিকমতো না লাফানোয় এক ব্যক্তিকে লাঠির বাড়ি দিতে দেখা যায় পুলিশকে।

শাস্তির পর অবশ্য তাদেরকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয় পুলিশ। 

 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়