ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানে ফিলিস্তিনকে সমর্থন জানানো মিছিলে বোমা হামলা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২১ মে ২০২১  
পাকিস্তানে ফিলিস্তিনকে সমর্থন জানানো মিছিলে বোমা হামলা 

পাকিস্তানে ফিলিস্তিনিদের সমর্থনে বের হওয়া মিছিলে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বালুচিস্তানে এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানিয়েছেন, চামন জেলার মুর্গি বাজার এলাকায় জমিয়ত উলামা ই ইসলামের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছিল। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তিনি জানান, জমিয়তের নেতা আব্দুল কাদির ও কারি মেহরুল্লাহ অক্ষত আছেন।  বিস্ফোরণের পরপর ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

লিয়াকত শাহওয়ানি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের বিরুদ্ধাচারণকারীরা ইসরায়েলি আগ্রাসনের পক্ষে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়