ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৈরী আবহাওয়ায় ২১ দৌড় প্রতিযোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৩ মে ২০২১   আপডেট: ১৬:১০, ২৩ মে ২০২১
বৈরী আবহাওয়ায় ২১ দৌড় প্রতিযোগীর মৃত্যু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে চরম আবহাওয়ায় ম্যারাথনে অংশগ্রহণকারী ২১ দৌড়বিদের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গানসু প্রদেশের পর্যটন এলাকা ইয়োলো রিভার স্টোন ফরেস্টে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ১৭২ জন প্রতিযোগী নিখোঁজ হওয়ার পর ১০০ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা স্থগিত করা হয়। বিরূপ আবহাওয়ায় দৌড় বন্ধ করে দেওয়া অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৫২ জন নিরাপদ রয়েছেন এবং আট জন অসুস্থ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারীদের অনেকে স্রেফ শর্টস ও টি-শার্ট পরেছিলেন।

অংশগ্রহণকারীদের অনেকে জানিয়েছেন, আবহাওয়া পূর্বাভাসে হালকা বাতাস ও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। তবে চরম কোনো কিছু ঘটতে পারে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। দৌড় শুরুর তিন ঘণ্টা পর পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়। এর ফলে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। অনেক অংশগ্রহণকারী বৃষ্টি ও বাতাসের মধ্যে পথ হারিয়ে ফেলেন।

চীনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, এক হাজার ২০০ এর বেশি উদ্ধারকারী পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে ড্রোন ও রাডার ডিক্টেটর কাজে লাগে লাগানো হয়।  রোববার সকাল পর্যন্ত উদ্ধার কাজ চলে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়