ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমারে সামরিক জান্তা বিরোধীদের হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৩ মে ২০২১  
মিয়ানমারে সামরিক জান্তা বিরোধীদের হামলায় নিহত ১৩

মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে। রোববার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জান্তা বিরোধীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে আটক করেছে। এছাড়া একটি পুলিশ স্টেশনও তারা গুড়িয়ে দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির দক্ষিণের শান ও কায়াহ রাজ্যে সামরিক জান্তাবিরোধীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মবি শহরের কাছে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় পিপলস ডিফেন্স ফোর্সের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য নিহত হয়। পরে ২০ কিলোমিটার দূরে ফের সংঘাত বাঁধলে আরও কয়েক জন নিহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইউনিফর্ম পরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃতদেহ পড়ে আছে এবং বিধ্বস্ত পুলিশ স্টেশন থেকে ধোঁয়া বের হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়