ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘এরপর কড়া জবাব দেবে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৫ মে ২০২১  
‘এরপর কড়া জবাব দেবে ইসরায়েল’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার শাসক দল হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এরপর ‘অত্যন্ত কড়া জবাব’ দেওয়া হবে।

মঙ্গলবার পূর্ব জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর সময় ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে কঠোরভাবে সমর্থন দেওয়ার জন্য’ যুক্তরাষ্ট্র ধন্যবাদ জানান নেতানিয়াহু।

হামাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আমরাও আমাদের আত্মরক্ষার অধিকারের প্রতিশ্রুতির অর্থকে বুঝিয়ে দেব। হামাস যদি শান্তি ভঙ্গ করে এবং হামলা চালায় তাহলে ইসরায়েল এর অত্যন্ত কড়া জবাব দেবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জানিয়েছেন, গাজার পুনর্গঠনের যে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হবে তা থেকে হামাস যেন কোনো সুবিধা ভোগ করতে না পারে তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়