ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রেন দুর্ঘটনা নিয়ে ঠাট্টা করায়..

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ মে ২০২১  
ট্রেন দুর্ঘটনা নিয়ে ঠাট্টা করায়..

ট্রেন দুর্ঘটনা নিয়ে ঠাট্টা করায় চাকরি হারিয়েছেন মালয়েশিয়ার রেল যোগাযোগ দপ্তরের চেয়ারম্যান। বুধবার দেশটির অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূগর্ভস্থ টানেলে দুটি মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪৭ জন গুরুতর আহত ও ১৬৬ জন কিছুটা আহত হয়েছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ওই ট্রেন  দুর্ঘটনার কারণ নিয়ে ঠাট্টা করেন মেট্রো রেল সংস্থা প্রাসারানা মালয়েশিয়ার চেয়ারম্যান তাজুদ্দিন আব্দুল রহমান।

হাসতে হাসতে তিনি বলেছিলেন, ‘স্বাভাবিক... স্রেফ দুটি গাড়ি একসঙ্গে ছিল। তারা একে অপরকে চুমু দিয়েছিল।’

এরপরই তাজুদ্দিনের মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তাকে বরখাস্তের দাবি জানিয়ে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেন হাজার হাজার মানুষ।

বুধবার অর্থমন্ত্রী টেংকু জাফরুল আব্দুল আজিজ স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়ম তাজুদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তা বলা হয়নি চিঠিতে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়