ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ বিবেচনা করা যাবে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৭ মে ২০২১  
‘গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ বিবেচনা করা যাবে’

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, গাজায় যে প্রাণঘাতি হামলা ইসরায়েল চালিয়েছে তা নির্বিচারে করা হলে দেশটি যুদ্ধাপরাধ করেছে বলে বিবেচনা করা যাবে। বৃহস্পতিবার সংস্থার বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেছেন।

মুসলিম দেশগুলোর আহ্বানে জেনেভায় এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

উদ্বোধনী ভাষণে ব্যাচেলেট বলেছেন, গাজার যেসব বেসামরিক ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে সেগুলো সামরিক উদ্দেশে ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ তিনি পাননি। 

মানবাধিকার কমিশনের প্রধান বলেন, ‘যদি নির্বিচারে হামলার বিষয়টি জানতে পারা যায়,  তাহলে এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যাবে।’

গাজার শাসক  হামাসকে ইসরায়েলে নির্বিচারে রকেট হামলা চালানোর ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়