ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রুয়ান্ডার গণহত্যায় ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৭ মে ২০২১  
রুয়ান্ডার গণহত্যায় ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ফরাসি প্রেসিডেন্ট

রুয়ান্ডা গণহত্যায় ফরাসি সরকারের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার রুয়ান্ডা সফরকালে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

কিগালি গণহত্যা সৌধের সামনে দাঁড়িয়ে ম্যাক্রন বলেন, ‘আজ এখানে আপনাদের সামনে বিনম্র ও শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে আমাদের দায় স্বীকার করতে এসেছি।’

১৯৯৪ সালে রুয়ান্ডায় সংখ্যালঘু তুতসি গোষ্ঠীর মানুষ এবং সংখ্যাগুরু হুতু গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ বাঁধে। এতে হুতুদের সহযোগিতা করেছিল ফ্রান্স।  হুতুরা নির্বিচারে অন্তত আট লাখ তুতসিকে হত্যা করে। ম্যাক্রনের আগ পর্যন্ত কোনো ফরাসি সরকারই গণহত্যায় ফ্রান্সের ভূমিকার জন্য ক্ষমা চায়নি। ২০১০ সালের পর তিনি প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পশ্চিম আফ্রিকার দেশটিতে সফরে গেলেন।

ম্যাক্রন বলেছেন, ‘ফ্রান্স গণহত্যায় সহযোগী ছিল না। তবে রুয়ান্ডায় ফ্রান্সের ভূমিকা, একটি গল্প এবং রাজনৈতিক দায় ছিল। তার দায়িত্ব ছিল : ইতিহাসের মুখোমুখি হওয়ার এবং সত্যের পরীক্ষার বিষয়ে নীরবতার মূল্য দিয়ে দীর্ঘকাল ধরে রুয়ান্ডার জনগণের উপর যে-দুঃখকষ্ট চাপিয়ে দিয়েছিল তা স্বীকার করার।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়