ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৮ মে ২০২১  
জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এই অনুমোদনের ঘোষণা দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ‘এটি যুক্তরাজ্যের ব্যাপক সফল টিকা প্রকল্পে আরেকটি সংযোজন, যেটি ইতোমধ্যে ১৩ হাজারের বেশি মানুষের জীবন বাঁচিয়েছে এবং এর মানে হচ্ছে, এই ভয়াবহ ভাইরাস থেকে মানুষকে সুরক্ষার জন্য আমাদের চারটি কার্যকর ও নিরাপদ টিকা আছে।’

তিনি জানান, ‘আগামী মাসগুলিতে এক ডোজের এই টিকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সরকার আশা করছে। 

যুক্তরাষ্ট্রে জনসনের ট্রায়ালে দেখা গেছে, এক ডোজের এই টিকা করোনার মাঝারি থেকে তীব্র সংক্রমণ প্রতিরোধে ৭২ শতাংশ কার্যকর।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়