ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিশুদের জোর করে খনি-খামারে কাজ করাচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৯ মে ২০২১  
শিশুদের জোর করে খনি-খামারে কাজ করাচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার খনি ও কৃষিখামারগুলিতে অনাথ শিশুরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শত শত শিশু ‘বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে তাদের তারুণ্যের সময়ে’ দেশের জন্য কায়ক শ্রম দেওয়াকে বেছে নিয়েছে। 

বিবিসি জানিয়েছে, ওই শিশুদের বয়সের ব্যাপারে কিছু বলেনি কেসিএনএ। তবে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এরা সবাই কিশোর বয়সী।

গত কয়েক দিন  ধরেই উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমগুলিতে শিশুদের স্বেচ্ছাশ্রমের প্রশংসা করা হয়েছিল। শনিবার কেসিএনএ জানিয়েছে, ৭০০ শিশু কারখানা, কৃষিখামার ও বনাঞ্চলে কাজ করছে।

মানবাধিকার সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে, উত্তর কোরিয়ার শিশুদের বলপূর্বক শ্রমে নিয়োগ দিচ্ছে। তবে উত্তর কোরিয়ার এসব অভিযোগ অস্বীকার করে আসছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়