ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিবার-পরিকল্পনা নীতি আরও শিথিল করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১ জুন ২০২১  
পরিবার-পরিকল্পনা নীতি আরও শিথিল করলো চীন

এখন থেকে চীনের দম্পতিরা তিনটি সন্তান নিতে পারবে। সোমবার দেশটির সরকার পরিবার-পরিকল্পনা নীতি আরও শিথিল করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীন সরকার তাদের জনসংখ্যা কাঠামোর উন্নতি করতে চাচ্ছে। পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে তাল মেলাতে তরুণ প্রজন্মও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

সে লক্ষ্যে মাতৃত্বকালিন ছুটি বাড়ানো, মাতৃত্বকালিন বীমা পদ্ধতি, কর কমানো ও গৃহঋণ দেওয়ার মতো পরিকল্পনাও করছে।

গেল বছরের নভেম্বরে জনসংখ্যার সুষম উন্নয়নের লক্ষ্যে চীন পাঁচ বছরের পরিকল্পনা (২০২১-২০২৫) হাতে নিয়েছে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্যই পরিবার-পরিকল্পনা নীতিতে শিথিলতা আনায়ন করছে।

২০১৬ সালে চীন এক সন্তান নীতি থেকে সরে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয় দম্পতিদের।

আর ১৯৭৮ সালে চীন বিতর্কিত এক সন্তান নীতি চালু করেছিল। মূলত জনসংখ্যার বিস্ফোরণ কমানো ও অর্থনৈতিক উন্নতির জন্য সে সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সময়ের সাথে সাথে দেশটিতে বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। কমছে তরুণ প্রজন্ম ও কর্মক্ষম মানুষের সংখ্যা। যেটা ভবিষ্যতে চীনের অর্থনৈতিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়