ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারও হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৩ জুন ২০২১   আপডেট: ১৬:৩৮, ৩ জুন ২০২১
আবারও হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া

করোনার সংক্রমণের কারণে দ্বিতীয়বারের মতো হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির ধর্মমন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির অধিকাংশ মুসলিম জীবনে একবার মাত্র হজের সুযোগ পান। কারণ কোটা ব্যবস্থা অনুযায়ী ২০ বছর পর দ্বিতীয়বার হজের সুযোগ মেলে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কুমাস বলেছেন, ‘মহামারির কারণে এবং হজযাত্রীদের নিরাপত্তার জন্য সরকার চলতি বছর হজযাত্রী না পাঠাতে আবারও সিদ্ধান্ত নিয়েছে।’

সৌদি আরব এখনও বিদেশিদের হজের অনুমতি দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি স্রেফ ইন্দোনেশিয়া নয়...কোনো দেশই এখনও কোটা পায়নি, কারণ সমঝোতা স্মারখ এখনও স্বাক্ষরিত হয়নি।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়