ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাবুলে আতঙ্ক ছড়াতে নতুন পন্থা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৩ জুন ২০২১  
কাবুলে আতঙ্ক ছড়াতে নতুন পন্থা 

রাজধানী কাবুলে জনমনে আতঙ্ক ছড়াতে আফগানিস্তানে সন্ত্রাসীরা নতুন পদ্ধতি বেছে নিয়েছে। তারা যাত্রীবোঝাই বাসের মধ্যে বোমা পেতে রাখছে এবং এসব বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার কয়েকটি বাসে পেতে রাখা বোমা বিস্ফোরণে শিয়া হাজরা সম্প্রদায়ের অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার আরেকটি যাত্রীবাহী ভ্যানে পেতে রাখা বোমা বিস্ফোরণে হাজরা সম্প্রদায়ের চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আারও চার জন। 

মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। তবে বৃহস্পতিবারের হামলার ঘটনার দায় এখনও কেই স্বীকার করেনি।

আহমাদ এহসান নামে হাজরা সম্প্রদায়ের এক দোকানদার বলেন, ‘আমাদের স্কুল, প্রার্থণালয়, শিক্ষাকেন্দ্র, বিবাহস্থলগুলিতে দায়েশ (ইসলামিক স্টেট) অতীতে হামলা চালাচ্ছে এবং এখন তারা বাসে হামলা চালাচ্ছে। আমাদের জন্য কোনো জায়গায়ই নিরাপদ নয়। আমরা সব জায়গায় তাদের নরম ও সহজ টার্গেট।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গণপরিবহনে বোমা হামলা ৭০ লাখ  বাসিন্দার শহরের জন্য নতুন ভীতি ও হুমকির ব্যাপার।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়