ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাজ্যে এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৪ জুন ২০২১   আপডেট: ১৬:২৯, ৪ জুন ২০২১
যুক্তরাজ্যে এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

ভারতে মেলা করোনাভাইরাসের ‘বি.১.৬১৭.২’ স্ট্রেনকে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্ট এখন যুক্তরাজ্যে নতুন করে সংক্রমণ ঘটাচ্ছে। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাজ্যে এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করছে। এর ফলে হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বাড়তে পারে।

দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ডের  বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট এখন আলফার (যুক্তরাজ্যের কেন্টে শনাক্ত ভ্যারিয়েন্ট) ওপর আধিপত্য বিস্তার করেছে। দেশের কয়েকটি অংশে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

তারা জানিয়েছেন, এর আগে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বাড়লে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ে। সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২০১ জন। অবশ্য এসব রোগীর অধিকাংশই টিকা পাননি।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়