ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়ায় করোনায় শিশুদের আক্রান্তের হার বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৪ জুন ২০২১   আপডেট: ১৮:২৭, ৪ জুন ২০২১
মালয়েশিয়ায় করোনায় শিশুদের আক্রান্তের হার বাড়ছে

মালয়েশিয়ায় করোনার মৃতের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে শিশুদের আক্রান্তের হার বাড়ছে। এ ঘটনায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। 

করোনার সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন পহেলা জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আব্দুল্লাহ জানিয়েছেন, চলতি বছরের প্রথম পাঁচ মাসে করোনায় পাঁচ বছরের কম বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে।  গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ২৭ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জন পাঁচ বছরের কম বয়সী। কত জন শিশুর করোনা পরীক্ষা করা হয়েছে সে তথ্য অবশ্য তিনি জানাননি।

এক বিবৃতিতে হিশাম বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে সব পক্ষ বিশেষ করে বাবা-মা ও অভিভাবক নবজাতক ও শিশুদের মতো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

মালয়েশিয়ায় শুক্রবার করোনায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। ওই অঞ্চলের দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের পর আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। গত বুধবার দেশটিতে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়