ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাগরে ১০০ দিন ভেসেছে  ৮১ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৫ জুন ২০২১   আপডেট: ১৬:৪৪, ৫ জুন ২০২১
সাগরে ১০০ দিন ভেসেছে  ৮১ রোহিঙ্গা

সাগরে ১০০ দিন ভেসে বেড়ানোর পর ৮১ জন রোহিঙ্গাকে বহনকারী নৌকা ইন্দোনেশিয়ার নির্জন একটি দ্বীপে ভিড়েছে। শুক্রবার দেশটির আচেহ প্রদেশের ইদমান দ্বীপে ছোট কাঠের নৌকাটির সন্ধান পাওয়া যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা-মানসিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান রিমা পুত্র শাহ জানিয়েছেন, লোকসিউমাউই শহর থেকে দুই ঘণ্টা সময় লাগে দ্বীপটিতে যেতে। এটি জেলেরা বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করে।

তিনি বলেন, ‘আমাদের মাঠপর্যায়ের কর্মীরা শরণার্থীদের সঙ্গে দেখা করেছে। তিন মাস ধরে সাগরে ভেসে বেড়ানোর কথা জানিয়েছে তারা। ভারত থেকে আচেহতে তারা ১০০ আসনের দুই ইঞ্জিনের একটি নৌকায় ছিল।’

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ধারণা করা হচ্ছে এই শরণার্থীদের অধিকাংশ নারী ও শিশু। তারা বাংলাদেশ থেকে ভারতীয় উপকূলে গিয়েছিল। সেখানে তাদের নৌকাটি ভেঙে যায়। ভারতীয় কোস্টগার্ড তাদের নৌকা মেরামত করে দেয় এবং খাদ্য ও পানি দেয়। তবে রোহিঙ্গাদের ভারতের স্থলভাগে প্রবেশ করতে দেওয়া হয়নি। নৌকাটিতে ৯০ জন রোহিঙ্গা শরণার্থী ছিল। ভারতীয় কোস্টগার্ড নৌকা থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করে। বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর নৌকাতেই তাদের মৃত্যু হয়েছে।

রিমা পুত্র শাহ বলেছেন, ‘তাদের অবস্থা আসলেই খুব খারাপ এবং দ্বীপটিতেও কোনো সুযোগ-সুবিধা নেই। এটি মশাতে পূর্ণ। তারা (রোহিঙ্গা) মূল ভূখন্ডের কাছে রয়েছে এবং তাদেরকে আচেহতে পুনর্বাসন করা হবে কী হবে না সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।’

আচেহ প্রদেশ ঐতিহাসিকভাবেই রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থক। এই প্রদেশটি ইসলামি শরিয়াহ আইন প্রতিপালন করে। গত বছরের জুন ও সেপ্টেম্বরে এখানে দুটি নৌকায় করে ১০০ ও ৩০০ রোহিঙ্গা শরণার্থী ভেসে আসে। তাদেরকে কর্তৃপক্ষ আশ্রয় দিয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়