ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যাত্রীর ককপিটে যাওয়ার চেষ্টা, বিমানের জরুরি অবতরণ 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৬ জুন ২০২১   আপডেট: ১০:৪০, ৬ জুন ২০২১
যাত্রীর ককপিটে যাওয়ার চেষ্টা, বিমানের জরুরি অবতরণ 

ইউএস বিমানের একটি ফ্লাইট লস এঞ্জেলস থেকে ন‌্যাশভিলে যাচ্ছিল। এমন সময় এক যাত্রী ককপিটে যাওয়ার চেষ্টা করে। একারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অ্যালবুকার্কে বিমানটি জরুরি অবতরণ করা হয়।

রোববার (৬ জুন) এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার পর হাত-পা বেঁধে ওই ব‌্যক্তিকে বিমান থেকে নামানো হয়। কিন্তু কী কারণে তিনি ককপিটে যেতে চেয়েছিলেন তা জানা যায়নি।

শুক্রবার ওই ঘটনার পর এক ফুটেজে দেখা যায়, ওই ব‌্যক্তি বার বার চিৎকার করছিলেন, ‘বিমান থামাও, বিমান থামাও’।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে বিষয়টা নিশ্চিত করে জানানো হয়, দ‌্যা ডেল্টা ফ্লাইট-৩৮৬ বিমানটি ন‌্যাশভিল থেকে রওনা দেওয়ার পর এমন ঘটনা ঘটে। তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি অবতরণ করানো সম্ভব হয়েছে।

জেসিকা রবার্টসন নামে এই যাত্রী দৃশ‌্যটিকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন। দ্রুত ও সাবধানে বিমানটি অতরণ করানোর জন‌্য তিনি সংশ্লিষ্টদের ধন‌্যবাদ জানান। 


 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়