ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিল্লির হাসপাতালে ভাষা নিয়ে ক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৬ জুন ২০২১  
দিল্লির হাসপাতালে ভাষা নিয়ে ক্ষোভ 

ভারতের রাজধানী দিল্লির একটি সরকারি হাসপাতালে আঞ্চলিক ভাষা নিষিদ্ধ করার নির্দেশনার তীব্র সমালোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার পিছু হটার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শনিবার গোবিন্দ বল্লভ পান্ত ইনিস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের নার্সদের কর্মঘণ্টায় মালয়লাম ভাষায় কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হাসপাতালে ইংরেজি বা হিন্দিতে কথা না বললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পর তীব্র সমালোচনা শুরু হয়।

রোববার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর অনিল আগারওয়াল বলেছেন, ‘আদেশটি আমাদের না জানিয়ে জারি করা হয়েছিল এবং এটি বাতিল করা হয়েছে।’

দিল্লি অ্যাকশন কমিটি অব মালায়লি নার্সেসের প্রতিনিধি  ফাামির সিকে বলেছেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক বিষয়। এটি আমাদের ভাষাগত স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করছি আমরা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়