ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কানাডায় চার মুসলিমকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৮ জুন ২০২১   আপডেট: ১৬:২৬, ৮ জুন ২০২১
‘কানাডায় চার মুসলিমকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত’

কানাডায় রোববার একই পরিবারের চার মুসলিম সদস্যের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। মূলত ধর্মবিদ্বেষ থেকে এই হামলার পরিকল্পনা করা হয়। সোমবার অন্টারিওর গোয়েন্দা সুপারেন্টিডেন্ট পল ওয়েইট এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

পল জানান, হামলাকারী ২০ বছরের নাথানিয়েল ভেল্টম্যান স্থানীয় সময় রোববার বিকেলে পাকিস্তানি বংশোদ্ভূত একই পরিবারের পাঁচ সদস্যকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। পরে তাদেরকে সে দ্রুত গতিতে সে গাড়ি চালিয়ে চাপা দেয়।  এ ঘটনায় ১৫ থেকে ৭৪ বয়সী চার জন নিহত হয়। হামলার পরপর নাথানিয়েল গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে একটি শপিংমল থেকে গ্রেপ্তার করা হয়। এসময় সে বডিআর্মার পরা ছিল।

পল ওয়েইট বলেন, ‘প্রমাণ রয়েছে যে, এটি পরিকল্পিত, পূর্বনির্ধারিত কাজ ছিল, বিদ্বেষের কারণে ঘটেছে। ধারণা করা হচ্ছে, মুসলমান হওয়ার কারণে তাদের হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।’

অন্টারিওর লন্ডন শহরের মেয়র এড হোল্ডার বলেছেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, এটি লন্ডনের বাসিন্দাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অবর্ণনীয় বিদ্বেষমূলক, পূর্বপরিকল্পিত ও গণহত্যামূলক কাজ ছিল।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়