ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাকঘরে ৭ ফুটের কুমির!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১১ জুন ২০২১   আপডেট: ১৮:০৭, ১১ জুন ২০২১
ডাকঘরে ৭ ফুটের কুমির!

অনাকাঙ্ক্ষিত অতিথি বা পরিদর্শক এলে দুটি ভিন্ন অনুভূতি কাজ করতে পারে- হয় তীব্র আনন্দ নতুবা তীব্র ভয় ও সংশয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্প্রিং হিল পোস্ট অফিসে এক গ্রাহক সকালে একটি পার্সেল পোস্ট করতে এসে অনাকাঙ্ক্ষিত অতিথির মুখে পড়েছিলেন। এই অতিথি তাকে আনন্দ কিংবা ভয়ের অনুভূতি দিয়েছিল কিনা জানা যায়নি। তবে সেই অতিথিকে তাড়াতে তিনি দ্রুত পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ এসে সেই অতিথি সাত ফুট লম্বা  কুমিরটিকে নিয়ে গেছে।

হার্নান্দো কাউন্টি শেরিফের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, গত ৯ জুন এই ঘটনা ঘটেছে। পার্সেল পোস্ট করতে আসা ওই ব্যক্তি পোস্ট অফিসের বারান্দায় কুমিরটিকে দেখতে পেয়েই দৌড় দেন। পরে পুলিশের ফোন পেয়ে বন্যপ্রাণি শিকারি কুমিরটিকে পোস্ট অফিসের বারান্দা থেকে সরিয়ে নেয়।

ফেসবুক পেজে এই খবরটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। এটি চার হাজারের বেশি শেয়ার হয়েছে। এর নিচে শত শত কমেন্ট পড়েছে। 

রিক ফোর্ড নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘হয়তো সে (কুমির) পোস্টমাস্টারের ব্যাপারে অভিযোগ করেতে এসেছিল।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘সে সম্ভবত বাড়িতে পোস্টকার্ড পোস্ট করতে এসেছিল। নিজের চরকায় তেল দাও।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়