ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা দেবীর মন্দির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১২ জুন ২০২১   আপডেট: ১৮:৫৭, ১২ জুন ২০২১
করোনা দেবীর মন্দির

করোনার সংক্রমণ থেকে বাঁচতে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে করোনা দেবীর মন্দির করা হয়েছে। রাজ্যের শুক্লাপুর গ্রামে চলতি সপ্তাহে ‘করোনা মাতার’ মূর্তি স্থাপন করা হয়েছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, সংক্রমণ থেকে বাঁচতে দেবির কাছে প্রার্থনা, পবিত্র পানি ও ফুল অর্ঘ্য হিসেবে দেওয়া হচ্ছে।

সঙ্গীতা নামে গ্রামের এক বাসিন্দা বলেছেন, ‘হয়তো তার (দেবির) আর্শিবাদে গ্রামবাসী, আমাদের গ্রাম ও সবাই পরিত্রাণ পাবে।’

গত এপ্রিল ও মে মাসে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হানে ভারতে। অবশ্য সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার কমতে শুরু করেছে। শনিবার দেশটিতে ৮৪ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি ২৪ ঘণ্টায় সবচেয়ে কম সংক্রমণ। 

শুক্লাপুর গ্রামবাসীর প্রার্থণা হয়তো এখনও পুরোপুরি মঞ্জুর হয়নি। গ্রামটি যে জেলায় অবস্থিত সেখানে এখনও সংক্রমণের ঘটনা ঘটছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়