ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশকে বিনা পয়সায় বার্গার না দেওয়ায়..

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৬ জুন ২০২১   আপডেট: ১৮:৪৩, ১৬ জুন ২০২১
পুলিশকে বিনা পয়সায় বার্গার না দেওয়ায়..

বিনামূল্যে পুলিশকে বার্গার না দেওয়ায় পাকিস্তানের লাহোরের একটি ফাস্টফুডের ১৯ কর্মীকে আটকের অভিযোগ উঠেছে। গত রোববার লাহোরের পূর্বাঞ্চলে জনি অ্যান্ড জগ্নু নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

রোববার এক দল পুলিশ সদস্য রেস্তোরাঁটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় তারা রেস্তোরাঁয় ঢুকে বিনামূল্যে বার্গার চান। রেস্তোরাঁ কর্মীরা এতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্যরা ম্যানেজারকে ডেকে হুমকি দিয়ে যায়। পরের দিন ওই পুলিশ সদস্যরা ফের ওই রেস্তোরাঁয় যায় এবং কর্মীদের হেনস্তা করতে শুরু করে। 

রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ, তাদের কর্মীদের সাত ঘন্টা আটক রাখা হয়। এসময় তাদের হেনস্তা করা হয় এবং ধাক্কা দেওয়া হয়। এমনকি রান্নাঘরের চুলা বন্ধের সময়টুকুও দেওয়া হয়নি।

অফিসিয়াল ফেসবুক পেজে জনি অ্যান্ড জগ্নু কর্তৃপক্ষ বলেছে, ‘যা ঘটেছে তা অনেক বেশি ক্ষোভ, হতাশার ও যন্ত্রণার। এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটেনি এবং এটি হয়তো শেষ ঘটনা নয়। সাধারণ মানুষের ওপর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে যতক্ষণ না আমরা আওয়াজ তুলতে, বিরাজমান অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা না করব ততক্ষন এটি চলবে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়