ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংলাপ ও সংঘাতের’ কথা বললেন উন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৮ জুন ২০২১  
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংলাপ ও সংঘাতের’ কথা বললেন উন

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের ‘সংলাপ ও সংঘাত’ প্রয়োজন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে লক্ষ্য করে সরাসরি মন্তব্য করলেন উত্তর কোরিয়ার নেতা।

বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যাপারে উত্তর কোরিয়ার নীতির বিশদ বিশ্লেষণ করে কিম ওয়াশিংটনকে মোকাবিলায় ‘যথার্থ কৌশলগত এবং কৌশলগত প্রতিরোধের’ ব্যাপারে কথা বলেন।

কেসিএনএ বলেছে, ‘সাধারণ সম্পাদক আমাদের রাষ্ট্রের মর্যাদা ও স্বাধীন উন্নয়নের জন্য এর স্বার্থ রক্ষায় সংলাপ ও সংঘাতের জন্য, বিশেষ করে সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’

সংবাদমাধ্যমটি বলেছে, ‘এ ধরনের পদক্ষেপ আস্থার সঙ্গে আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার গ্যারান্টি দেবে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়