ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৮ জুন ২০২১   আপডেট: ১৮:৩৩, ১৮ জুন ২০২১
অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা 

আগামী অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে। অবশ্য দেশটি দ্বিতীয় দফার চেয়ে অনেক ভালোভাবে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মাধ্যমে রয়টার্সের পরিচালিত এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ থেকে ১৭ জুন পরিচালিত জরিপে ৪০ জন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানী, ভাইরাস বিশেষজ্ঞ, মহামারি বিশেষজ্ঞ ও অধ্যাপক অংশ নিয়েছেন।  এদের ৮৫ শতাংশ জানিয়েছেন, অক্টোবরে তৃতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে। অবশ্য অংশগ্রহণকারীদের তিন জন জানিয়েছেন, আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে এটি আঘাত হানতে পারে।

অবশ্য ৭০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বর্তমানে যেভাবে করোনা পরিস্থিতি সামাল দিচ্ছে তারচেয়ে ভালোভাবে তৃতীয় ঢেউ সামাল দিতে পারবে ভারত।

অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পরিচালক ড, রনদিপ গুলেরিয়া বলেছেন, ‘আমরা অনেক বেশি টিকা দেওয়ার কারণে সংক্রমণের ঘটনা কমে আসবে এবং দ্বিতীয় দফায় প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় তৃতীয় ঢেউ অনেক নিয়ন্ত্রিত হবে।’

প্রসঙ্গত, গত মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়েছে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনের। এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়