ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১৯ জুন ২০২১  
ফুলের বিক্ষোভ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির ৭৬ তম জন্মদিনে ফুল পরে প্রতিবাদ জানিয়েছে সমর্থকরা। শনিবার এই প্রতিবাদ-বিক্ষোভ হয় বলে জানিয়েছে রয়টার্স।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে দেশটিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। সামরিক জান্তা এ পর্যন্ত প্রায় আট হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং ৮৭০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের এক সংগঠন।  

কয়েক দশক ধরে সামরিক শাসনবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে চুলে ফুল পরে আসছেন সু চি।  ক্ষমতাচ্যুত এই নেতার সেই প্রতীককে বিক্ষোভের ভাষায় রূপ দিয়েছেন তার সমর্থকরা।

এই বিক্ষোভকারীদের এক জন থেট সুই উইন। মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সুচির সাথে তার মতবিরোধ ছিল।

থেট  সুই বলেন, ‘আমি অং সান সু চিসহ সব বন্দির মুক্তি দাবি করছি।  এভাবে আটকের কারণে তার ব্যক্তিগত অধিকার এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।’ 

বিক্ষোভের ব্যাপারে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি বলে জানিয়েছে রয়টার্স। 

সুচির বিরুদ্ধে অবৈধভাবে রেডিও রাখা, করোনাভাইরাস বিধি লঙ্ঘন করে জনমনে অসন্তোষ তৈরিতে প্ররোচনা দেয়া, দুর্নীতি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভাঙার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১৪ বছরের জেল হতে পারে।

সু চির আইনজীবীরা অবশ্য দাবি করেছেন, অভিযোগগুলি অযৌক্তিক।  সু চিকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরাতে এসব অভিযোগ আনা হচ্ছে।

সাব্বির/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়