ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইরানের নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৯ জুন ২০২১   আপডেট: ২২:০৮, ১৯ জুন ২০২১
ইরানের নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের আহ্বান

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

ওয়াশিংটন ও অধিকার গ্রুপগুলি দাবি করে আসছে, ১৯৮৮ সালে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। ওই রাইসি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইরান অবশ্য কখনোই গণমৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি। রাইসিও প্রকাশ্যে কখনো তার ভূমিকার ব্যাপারে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কথা বলেননি। অবশ্য ইরানি ধর্মীয় নেতাদের দাবি, ওই সময় পরিচালিত বিচার যথার্থ ছিল। এর মাধ্যমে ইসলামি বিপ্লবের সশস্ত্র বিরোধীদের নির্মূল করা হয়েছিল। 

অ্যামনেস্টি মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘ভুক্তভোগীদের ভাগ্য এবং তাদের মৃতদেহ কোথায়, ইরান কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে গোপন করেছে, যা আজকের দিনে চলমান মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে মিলে যায়।’

তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী অতীতের সংশ্লিষ্টতা এবং বর্তমান অপরাধের জন্য ইব্রাহিম রাইসির বিরুদ্ধে তদন্তের আহ্বানে আমরা অব্যাহত রাখব।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়