ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একসঙ্গে ১০ বাচ্চার জন্ম দেওয়ার সেই খবর ভুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৫ জুন ২০২১  
একসঙ্গে ১০ বাচ্চার জন্ম দেওয়ার সেই খবর ভুল

৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে

দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ বাচ্চার জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। সম্প্রতি এ রকমই একটি খবর ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। তবে সেখানকার স্থানীয় প্রশাসনের তদন্তে জানা গেছে, খবরটি ছিল ভুল। ওই নারী সম্প্রতি কোনো বাচ্চারই জন্ম দেননি।

জোহানেসবার্গের কাছে গাওতেং প্রদেশের বাসিন্দা ৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে। জুন মাসের শুরুতে তিনি একসঙ্গে ১০টি বাচ্চার জন্ম দিয়েছেন বলে খবর প্রকাশ করেছিল দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যম। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে খবরটি বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেখানকার প্রশাসন। তারপর বিষয়টির সত্যতা সম্পর্কে জানা গেছে।

গাওতেং‌ প্রদেশের প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, গাওতেং প্রদেশের কোনো হাসপাতালে সম্প্রতি কেউ ১০টি সন্তানের জন্ম দেননি। এমনকি মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সিথোলে সম্প্রতি গর্ভবতীও ছিলেন না। ওই নারী এখন গাওতেং প্রদেশের একটি হাসপাতালের মানসিক চিকিৎসার ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়