ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনের মার্শাল আর্ট স্কুলে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৫ জুন ২০২১   আপডেট: ১৬:১৫, ২৫ জুন ২০২১
চীনের মার্শাল আর্ট স্কুলে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানিয়েছে, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় সময় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

হেনান প্রদেশকে চীনের মার্শাল আর্টের জন্মভূমি বলা হয়ে থাকে। এখানকার শাওলিন টেম্পলগুলিতে হাজার হাজার শিক্ষার্থী কংফু শিখে থাকে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়