ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কানাডায় তাপপ্রবাহে ২৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৩০ জুন ২০২১   আপডেট: ১৮:১৩, ৩০ জুন ২০২১
কানাডায় তাপপ্রবাহে ২৩৩ জনের মৃত্যু

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তাপপ্রবাহে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

কানাডার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ায় ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এক বিবৃতিতে প্রদেশটির প্রধান করোনার লিসা লাপয়েন্টি বলেছেন, ‘গত সপ্তাহের শেষদিকে তাপদাহ শুরুর পর, ব্রিটিশ কলম্বিয়ার করোনার্স সার্ভিস মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করেছে, সন্দেহ করা হচ্ছে চরম তাপের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।’

তিনি জানান, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অন্তত ২৩৩টি মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশগত তাপপ্রবাহ গুরুতর বা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, বিশেষ করে বৃদ্ধ, শিশু ও কিশোর এবং যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন।’ 

এর আগে ভ্যাঙ্কুভার এবং পাশ্ববর্তী বারনাবি ও সুরেতে হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়ার খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে ভ্যাঙ্কুভারে ৬৫টি হঠাৎ মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়