ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দখল অঞ্চলে শরিয়াহ শাসন আফগান তালেবানদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৩ জুলাই ২০২১  
দখল অঞ্চলে শরিয়াহ শাসন আফগান তালেবানদের

আফগানিস্তানে দখল করা অঞ্চলগুলোতে শরিয়াহ শাসন চালু করেছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগান পুরুষদের দাঁড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে তালেবান। এ ধরনের বিধিবিধান জারির মাধ্যমে ৯০ দশকের কট্টোর শাসনের দিকেই তালেবান প্রত্যাবর্তন করছে। ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল।

আফগানিস্তানের তাখার প্রদেশের সমাজকর্মী মেরাজুদ্দিন বলেন, তালেবানরা পুরুষদের দাড়ি বড় করতে বাধ্য করছে। পাশাপাশি অনুমোদিত নয় এমন স্টাইলে চুল কাটতেও নিষেধাজ্ঞা দিয়েছে। তারা নারীদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। এমনকি কোন তথ্যপ্রমাণ ছাড়াই কাউকে বিচারের সম্মুখীন করছে। 

তাখার রাজ্যের কাউন্সিলের সদস্য মোহাম্মাদ আযম আফযালী বলেন, তালেবানের দখলকৃত অঞ্চলগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে মেডিক্যাল-ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেখানে বর্তমানে নাগরিক সেবার অস্তিত্ব নেই। 

গভর্নর আবদুল্লাহ কারলুক বলেন, তালেবানরা তাদের দখলকৃত এলাকায় বহু সরকারি স্থাপনা ধ্বংস করে ফেলেছে। 

তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

 

সাব্বির/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়