ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরানে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৩ জুলাই ২০২১  
ইরানে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা 

ইরানে করোনা মহামারির পঞ্চম দফা ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে শনিবার তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন।

ইরানের অ্যান্টি ভাইরাস টাস্কফোর্সের সঙ্গে বৈঠককালে রুহানি বলেছেন, ‘আশঙ্কা করা হচ্ছে যে, আমরা দেশজুড়ে পঞ্চম ঢেউয়ের পথে রয়েছে।’ 
দক্ষিণের প্রদেশগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের পরিপ্রেক্ষিতে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল। দেশটিতে কোভিড-১৯ এ ৮৪ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং ৩২ লাখ মানুষের ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষ সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় রাজধানী তেহরান ও ৯টি শহরে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফার্স, হরমুজান, কেরমান ও সিস্তান-বালুচিস্তানকে লাল সতর্ক অঞ্চল হিসেবে চিহ্নি করা হয়েছে।

ইরানি স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ লাখের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ১৭ লাখ নাগরিক। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়