ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানের ‘৮৫ শতাংশ এলাকা’ তালেবানের দখলে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৯ জুলাই ২০২১   আপডেট: ১৬:১৫, ৯ জুলাই ২০২১
আফগানিস্তানের ‘৮৫ শতাংশ এলাকা’ তালেবানের দখলে

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখল করেছে তালেবান। দখলকৃত এলাকার মধ্যে ইরান সীমান্তবর্তী অঞ্চলও রয়েছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তালেবান এমন সময় এ দাবি করলো যখন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহার প্রায় শেষ হওয়ার পথে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের ব্যাপারে বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হয়েছে। আফগান যুদ্ধে আরেকটি মার্কিন প্রজন্মকে তিনি পাঠাতে চান না।

মস্কোতে অবস্থানরত তালেবান প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, তারা এখন আফগানিস্তানের ৩৯৮ জেলার মধ্যে ২৫০টি নিয়ন্ত্রণ করছে।

পৃথকভাবে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরান সীমান্তবর্তী ইসলাম কালা এলাকা তালেবানের পূর্ণ দখলে রয়েছে। 

অবশ্য আফগান সরকার জানিয়েছে, তারা পাল্টা হামলা চালাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরফিন বলেছেন, ‘ওই এলাকায় বর্ডার ইউনিটসহ আফগান নিরাপত্তা বাহিনী উপস্থিত আছে এবং এলাকা পুনর্দখলের চেষ্টা চলছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়