ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালেবানের হামলা ঠেকাতে কাবুলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৯:১২, ১১ জুলাই ২০২১
তালেবানের হামলা ঠেকাতে কাবুলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

তালেবানের হামলা ঠেকাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। রোববার এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করা হয়। এরপরই তালেবান দাবি করে, তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখল করে নিয়েছে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রোববার রাত ২টায় কাবুলে নতুন স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করেছে। এই ব্যবস্থাটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিশ্বে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থাটি বিমানবন্দরে স্থাপিত হয়েছে। তবে এটি কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বা কারা এটি বসিয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাননি।

তালেবান নিয়মিতভাবেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর ওপর রকেট ও মর্টার হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে মার্কিন বাহিনী তাদের ঘাঁটিগুলোতে সি-র‌্যামস প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছিল। এটি রকেট, গোলা ও মর্টারের গুলি ধ্বংস করতে সক্ষম। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়