ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইসরায়েলে দূতাবাস চালু আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৪ জুলাই ২০২১  
ইসরায়েলে দূতাবাস চালু আরব আমিরাতের

ইসরায়েলে দূতাবাস চালু করলো সংযুক্ত আরব আমিরাত। বুধবার তেল আবিবে এই দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট।

গত মাসে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিল ইসরায়েল। এরই ধারাবাহিকতায় তেলা আবিবে নিজেদের দূতাবাস চালু করলো আমিরাত।

রয়টার্স জানিয়েছে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে। ভবনের বাইরে ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা তার দেশের পতাকা উত্তোলন করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়