ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিকা না নিলে শিশুদের স্কুলে ফিরতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৬ জুলাই ২০২১  
টিকা না নিলে শিশুদের স্কুলে ফিরতে দেওয়া হবে না

পুরো পরিবার করোনার টিকা না নিলে শিশুদের আগামী সেপ্টেম্বরে স্কুলে ফিরতে দেবে না চীন। দেশটির কয়েকটি প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বেশ কয়েকটি খাতের মানুষদের করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে চীন। চলতি বছরের শেষ নাগাদ দেশের মোট জনগণের ৬৪ শতাংশকে টিকার দুই ডোজ দেওয়া শেষ করতে চায় কর্তৃপক্ষ।

গুয়াংজি প্রদেশের কর্তৃপক্ষ চলতি সপ্তাহে একটি নোটিস জারি করেছে। 

এতে বলা হয়েছে, ‘যারা এখনও টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়া উচিত। টিকা নিন, যাতে আপনার শিশুর স্কুলে ফেরার ওপর কোনো প্রভাব না পড়ে।’

জিয়াংজি ও হেনান প্রদেশ কর্তৃপক্ষও একই ধরনের নোটিস জারি করেছে। যেসব পরিবার টিকা নিয়েছে কেবল তাদের সন্তানদেরই আগামী শরতে স্কুলে ফিরতে দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য এর বিরুদ্ধে সমালোচনাও শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে একে ‘অন্যায্য’ বলছে।

চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে এক জন লিখেছেন, ‘প্রথমত, তারা বলেছিল টিকা নেওয়া স্বেচ্ছামূলখ। এখন তারা এটি সবার ওপর বাধ্যতামূলক বলছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়