ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নামাজের সময় দোকানপাট খোলা রাখবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৭ জুলাই ২০২১   আপডেট: ১৬:২৬, ১৭ জুলাই ২০২১
নামাজের সময় দোকানপাট খোলা রাখবে সৌদি আরব

এখন থেকে নামাজের সময় দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন সৌদি আরবের বাসিন্দারা। ফেডারেশন অব সৌদি চেম্বার্সের ইস্যু করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, পুরো কর্মঘণ্টায় বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম চালু রাখা যাবে, এমনকি নামাজের সময়ও। করোনার বিস্তার রোধে পূর্ব সতর্কতা হিসেবে এবং দোকানদার ও ক্রেতার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া নামাজের সময় দোকান বন্ধ থাকলে আশেপাশের এলাকায় জনসমাগম হয়। ওই জনসমাগম বন্ধ করাও এই পদক্ষেপের উদ্দেশ্য।

ফেডারেশন অব সৌদি চেম্বার্স জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কট্টরপন্থি সৌদি আরবে গত কয়েক দশক ধরেই নামাজের সময় দোকানপাট বন্ধসহ যাবতীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হতো। এটি দেখভালের জন্য বিশেষ পুলিশও কাজ করতো। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অংশ হিসেবে কয়েক বছর আগে সিনেমা হল ও বিনোদন কেন্দ্র চালু, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়াসহ নানা পদক্ষেপ নেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়