ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৮ জুলাই ২০২১  
করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ 

প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচার পদত্যাগ দাবি ও করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ হয়েছে।  বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, জলকামান ও টিয়ার গ্যাস ছুড়েছে। রোববার দেশটিতে এ বিক্ষোভ হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডে করোনার সংক্রমণ বেড়েছে। রোগী বেড়ে যাওয়ায় দেশটির হাসপাতালগুলোতে ব্যাপক চাপ মোকাবিলা করতে হচ্ছে। টিকা কেনার ধীরগতির কারণে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা রয়েছে। এছাড়া ব্যবসা-বাণিজ্যের ওপার বিধিনিষেধের কারণে দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ছে।

পাঁচ জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে রোববার বিক্ষোভকারীরা ব্যাংককের রাস্তায় কুশপুতুলে রক্ত মাখিয়ে ফেলে রাখে।

এক বিক্ষোভকারী বলেছেন, ‘বাড়িতে থাকলে আমরা কোভিডে মারা যাবে, এ কারণে আমরা বাইরে বের হয়ে এসেছি।’

তিনি বলেছেন, ‘প্রায়ুত চ্যান ওঁচাকে কোনো শর্ত ছাড়া অবশ্যই পদত্যাগ করতে হবে ; দ্বিতীয়ত, রাজপরিবারের বাজেট কমাতে হবে এবং তৃতীয়ত মডার্নার টিকা আমদানি করতে হবে।’

বিক্ষোভকারীরা সড়কে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের নায়ক প্রায়ুতের ছবি ফেলে রাখে ও পদদলিত করে। পরে তারা গভর্নমেন্ট হাউজের দিকে মিছিল নিয়ে যায়। তবে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়