ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে হজ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১৩:১৬, ১৯ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে হজ

কাবায় হজ পালনকারীরা প্রখর রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে চলেছেন

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এবার মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মেনে দ্বিতীয় হজ পালিত হচ্ছে।

আরও পড়ুন: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজ পবিত্র হজ

এ বছরের হজে অংশ নিচ্ছেন গত বছরের তুলনায় বেশি হজযাত্রী। কিন্তু স্বাভাবিক সময়ে প্রতি বছর হজে যত মানুষ অংশ নিতেন, তার তুলনায় অনেক কম মানুষ এবছরের হজে অংশ নিতে পারছেন। সৌদি আরবের মাত্র ৬০ হাজার পুরো ডোজ ভ্যাকসিন দেওয়া বাসিন্দাকে হজ করার অনুমতি দেওয়া হয়েছে। অনলাইনে জমা পড়া সাড়ে পাঁচ লাখের বেশি আবেদনের মধ্যে থেকে ৬০ হাজারকে বেছে নেওয়া হয়েছে। গত শনিবার (১৭ জুলাই) থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  সোমবার (১৯ জুলাই) সকালে মিনা থেকে ৩ হাজার বাসে করে হজযাত্রীদের আরাফার ময়দানে সুশৃঙ্খলভাবে পৌঁছানো হয়েছে।

হজ পালন করছেন হজযাত্রীরা

ইসলামের সবেচয়ে পবিত্র স্থান কাবা শরিফে হজযাত্রীরা

মক্কায় হজ করতে যাওয়া একজন

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে একজন হজ পালনকারী

গ্র্যান্ড মসজিদে যাবার অপেক্ষায়

সূত্র: বিবিসি বাংলা

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়