ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনে প্রবল বৃষ্টিতে পাতাল রেলস্টেশন প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২১ জুলাই ২০২১  
চীনে প্রবল বৃষ্টিতে পাতাল রেলস্টেশন প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু

চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় একটি পাতাল রেললাইন প্লাবিত হয়েছে। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। গত এক হাজার বছরের মধ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে আবহাওয়া পর্যবেক্ষকরা জানিয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কমিউটারগুলো প্রায় ডুবে গেছে এবং পাতাল স্টেশনটি বিশাল পুকুরে পরিণত হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে নিরাপদে বের করে আনা হয়েছে। 

উদ্ধার হওয়া এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পানি আমার বুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সবচেয়ে ভয়াবহ বিষয়টি পানি ছিল না, এটি ছিল বগির মধ্যে বাতাস প্রবেশ কমে যাওয়া।’

গুয়ো নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রবল বৃষ্টির সময় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাকে সারারাত অফিসে কাটাতে হয়েছে।

তিনি বলেন, ‘এই কারণে অনেকে পাতাল রেল ব্যবহার করেছিল এবং এই কারণে দুঃখজনক ঘটনা ঘটেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়