ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার টিকা নিলে শাস্তির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২১ জুলাই ২০২১  
করোনার টিকা নিলে শাস্তির হুমকি

করোনার টিকা নিলে কর্মীদের শাস্তির হুমকি দিয়েছে জাপানের একটি নির্মাণ প্রতিষ্ঠান। বিষয়টি প্রকাশের পর তামা হোম কোম্পানি নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ঘটেছে।

জাপানি সাপ্তাহিক সংবাদমাধ্যম শুকান বানশান প্রতিষ্ঠানটির অজ্ঞাতনামা কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান শিনায় তামাকি তার ম্যানেজারদের জানিয়েছেন, তিনি করোনার টিকার বিপক্ষে। যারা টিকা নেবে তাদের পাঁচ বছরের মধ্যে মৃত্যু হবে বলে সতর্ক করেছেন তাদের। যারা সতর্কবার্তা লঙ্ঘন করে টিকা নেবে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য কর্মস্থলের বাইরে রাখা হবে, যার অর্থ হচ্ছে তারা কোনো ধরনের বেতন পাবেন না।

জাপানের সবচেয়ে বড় গৃহনির্মাণ প্রতিষ্ঠান হচ্ছে তামা হোম। এই খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১০ শতাংশ কমে গেছে। 

অবশ্য প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো কর্মীকে টিকা না নেওয়ার জন্য চাপপ্রয়োগ কিংবা শাস্তির হুমকি দেননি। টিকা নেওয়ার সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়